চূড়ান্ত প্রকাশনা ও গেজেট বিজ্ঞপ্তির পর 1950 সালের প্রজাস্বত্ব আইনের 145এ(2) ধারায় গঠিত ল্যান্ড সার্ভে ট্রাইব্যুন্যালে রেকর্ড সংশোধনের জন্য মামলা করা যায। ঢাকা সিটি জরিপের 191টি মৌজার নকশা ও রেকর্ড সংশোধনের জন্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুন্যাল গঠিত হয়েছে। গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের পর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুন্যালে মামলা করা যায়। মামলা দাখিলের সময় 01 এক বছর। উপযুক্ত কারণ দর্শানো সাপেক্ষে অতিরিক্ত 01 বছর সময় পাওয়া যায়। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুন্যালে রায়ের বিপরীতে ল্যান্ড সার্ভে আপীল ট্রাইব্যুন্যালে আপিল করা যায়। ঢাকা সিটি জরিপের জন্য অদ্যাবধি আপিল ট্রাইব্যুন্যাল গঠিত হয়নি। এক্ষেত্রে মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আপিল করা যাবে।